কদিন আগেও আমরা সিলিন্ডার অঙিজেনের জন্য মনোযোগ দিয়ে দৌড়েছি। ফেসবুকের হেল্পিং গ্রুপে অঙিজেন চেয়ে পোস্ট দিয়েছি। বেশ কয়েকটা হাজার টাকার নোট দিয়ে অঙিজেন কিনেছি। গবেষণার তথ্যমতে একজন প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন ৫০০ লিটারের বেশি অঙিজেন গ্রহণ করে থাকে। এ অবিশ্বাস্য পরিমাণ অঙিজেন আমরা পাই গাছগাছালি থেকে। কিন্তু গাছগাছালির কথা কি আমরা ভাবি? ইদানিং প্রায় সড়কের গাছগুলোতে দেখা যায় পেরেক দিয়ে আটকানো বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক-অরাজনৈতিক সংগঠনের শতশত ব্যানার-ফেস্টুন ঝুলছে। আমরা ভুলেই গেছি সে গাছের কথা, যে বিনামূল্যে অমূল্য অঙিজেন দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে। উদ্ভিদ বিশেষজ্ঞদের ভাষায়, গাছে পেরেক মারার ফলে গাছ সুষ্ঠুভাবে খাদ্য গ্রহণ করতে পারে না, সাথে পানি, খনিজ লবণের পরিবহন বাধাগ্রস্ত হয়। এতে গাছ প্রয়োজনীয় পানি ও খনিজ লবণ গ্রহণ করতে পারে না। এবং গাছে পেরেক লাগানোর ফলে গাছের গায়ে যে ছিদ্র হয় তা দিয়ে পানি ও বিভিন্ন ব্যাকটেরিয়া, ছত্রাক ও অণুজীব ঢোকে। এতে গাছের ওই জায়গায় পচন ধরে এবং গাছের খাদ্য ও পানিশোষণ প্রক্রিয়া ব্যাহত হয়। একসময় গাছটি মরে যায়। আমাদের মানবিক হতে হবে, মনে রাখতে হবে গাছেরও প্রাণ আছে। গাছ বাঁচলেই আমরা বাঁচবো। তাই গাছে পেরেক আটকানো বন্ধ করতে হবে। গাছকেও বাঁচতে দিতে হবে।
এম. নাজমুল হক চৌধুরী
শিক্ষার্থী, নর্থ সাউথ ইউনিভার্সিটি।