গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ২০ জানুয়ারি, ২০২৬ at ৬:১৩ পূর্বাহ্ণ

কক্সবাজার পৌরসভার বিজিবি ক্যাম্প পশ্চিম পাড়ায় রহিদ বড়ুয়া (১৯) নামের এক যুবককের গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার সকালে বাড়ির অদূরে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের অভিযোগ, তাকে প্রতিপক্ষের লোকজন বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করেছে। রহিদ ওই এলাকার কালু বড়ুয়ার পুত্র এবং চট্টগ্রামের নিউ মার্কেটের একটি দোকানে চাকরি করতেন। তার পিতা কালু বড়ুয়া সাংবাদিকদের জানান, শনিবার রাত ১২টার দিকে বাসার সামনে অবস্থান করছিলো রহিদ বড়ুয়া। এসময় দুটি অটোরিকশা করে এসে রহিদ বড়ুয়াকে ডেকে নিয়ে যায় কয়েকজন। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। পরে ভোরে পার্শ্ববর্তী এক আত্মীয়ের বাড়ির একটি তেতুল গাছে গামছা দিয়ে ঝুলন্ত রহিদ বড়ুয়ার মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন।

একটি সূত্রে বলা হয়, শনিবার রাতেই ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যার ইঙ্গিত দেন রহিদ বড়ুয়া। তবে পরিবার দাবি করছে ওই পোস্ট তিনি দেননি। ঘটনা ভিন্নখাতে নেয়ার জন্য হত্যাকারীরা রহিদের আইডি থেকে এই পোস্ট দেন। এরপর তাকে হত্যা করেন।

এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দীন বলেন, ‘খবর পেয়ে গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়না তদন্ত প্রতিবেদন পেলে কারণ জানা যাবে। এ ব্যাপারে তদন্ত চলছে।’

পূর্ববর্তী নিবন্ধচিন্ময়সহ ৩৯ আসামির বিচার শুরুর আদেশ
পরবর্তী নিবন্ধসরকারহাট বাজারে অগ্নিকাণ্ড