গাছে ঝুলছিল তরুণের মরদেহ, ঘরে বালিশের নিচে চিরকুট

রাউজান প্রতিনিধি | মঙ্গলবার , ১২ আগস্ট, ২০২৫ at ৫:১৯ পূর্বাহ্ণ

রাউজানে মেহেদী হাসান প্রকাশ হৃদয় (১৯) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের ঢালারমুখ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত তরুণ ওই এলাকার আবদুর রহিমের ছেলে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, হৃদয় আগের রাতে (রোববার) ঘর থেকে বের হয়েছিল বন্ধুদের সাথে পার্শ্ববর্তী রহমত পাড়ায় একটি বিয়েতে যাওয়ার কথা বলে। রাতে বাড়িতে না ফিরলেও তারা মনে করেছিল সে বিয়েতে রাত কাটিয়েছে। এরমধ্যে গতকাল সোমবার সকালে তারা জানতে পারেন ঢালামুখের একটি নির্জন এলাকায় গাছের সাথে রশিতে ঝুলে আত্মহত্যা করেছে হৃদয়। এরপর পরিবারের লোকজনসহ স্থানীয়রা সেখানে ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

এলাকাবাসীরা বলেছেন, হৃদয় ঘর থেকে বের হওয়ার আগে তার বিছানার বালিশের নিচে একটি চিরকুট লিখে গিয়েছিল। সেই চিরকুটে লেখা ছিল ‘আমার মরার পিছনে কারো হাত নাই, আমি স্ব ইচ্ছায় ফাঁসি খাচ্ছি।’ স্থানীয়দের মধ্যে কেউ কেউ বলেছেন, হৃদয় এসএসসি পাস করে লেখাপড়া ছেড়ে দিয়ে রাজমিস্ত্রির হেলপার হিসাবে কাজ করছিল। তাকে বিভিন্ন সময় স্থানীয় অপরাধীদের সাথে এলাকায় ঘুরাঘুরি করতে দেখা যেত। তাদের অভিমতএটি হত্যা না আত্মহত্যা আন্দাজ করা কঠিন।

ঘটনার বিষয়ে জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, হৃদয় নামের এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আপাতত মনে হচ্ছে ‘আত্মহত্যা’। তবে লাশটি ময়নাতন্তের জন্য মর্গে পাঠানো হবে। তদন্ত রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে গ্রাম সিএনজি ও ব্যাটারি রিক্সার বিরুদ্ধে সিমএমপির অ্যাকশন শুরু
পরবর্তী নিবন্ধপ্লট দুর্নীতি : হাসিনা জয় ও পুতুলের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন বাদীরা