নিত্যনৈমিত্তিক বিভিন্ন ক্ষেত্রে প্রচার–প্রসারের জন্য সবাই কমবেশি ভিন্ন ভিন্ন উপায় অবলম্বন করে থাকেন। তবে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল গাছের সাথে পেরেক ফুটিয়ে সাইনবোর্ড টাঙানো। কমবেশি সবাই নিজেদের ব্যবসায়ীক পণ্য, ডাক্তার পরিচিতি, ভিভিন্ন মার্কেট, হাসপাতাল, শপিংমল ও ব্যাংকিং সেবা বিজ্ঞাপনের কাজেও গাছের সাথে পেরেক ফুটিয়ে সাইনবোর্ড লাগিয়ে থাকেন। আবার অনেক দ্বীনি ভাইদেরও দেখতে পায় যারা দুই কিংবা তিন শব্দের মধ্যে কিছু দু‘য়া ও তাসবিহ্ লেমেন্টিং করে পেরেক দিয়ে টাঙিয়ে দেই। অপরদিকে বিভিন্ন কোচিং সেন্টার ও নতুন প্রতিষ্ঠিত হওয়া প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য গাছের সাথে পেরেকের সাহায্যে ব্যানার সেট করে থাকেন।
মূলত গাছের সাথে পেরেক দিয়ে বিজ্ঞাপন সাইনবোর্ড লাগানো অনুচিত। আমরা জানি, গাছেরও জীবন আছে। অপ্রয়োজনে গাছের পাতা ছেড়া পর্যন্ত উচিত নয়। বিজ্ঞাপনের কাজ আরো স্মার্টলি ভিন্ন উপায় অবলম্বন করেও করা যায়। অতএব, বিষয়গুলো বিবেচনায় রেখে প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে এমন কাজ থেকে বিরত থাকা অপরিহার্য ।
আবদুর রশীদ
সাতকানিয়া, চট্টগ্রাম।