গাছের সঙ্গে নিয়ন্ত্রণ হারা ট্রাকের ধাক্কা, চালক নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই

মীরসরাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ২ অক্টোবর, ২০২৫ at ৫:৫৫ পূর্বাহ্ণ

ঢাকাচট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার কমলদহ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে একটি আলুবোঝাই ট্রাক খাদে পড়ে যায়। উক্ত দুর্ঘটনায় ট্রাকচালক ইদ্রিস মহাজন (৪৮) নিহত হয়েছেন। গতকাল বুধবার সকাল ৭টায় মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের কমলদহ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। নিহত ইদ্রিস মহাজন ভোলা জেলার লালমোহন থানার গজারিয়া এলাকার মরহুম সুলতান মহাজনের ছেলে।

মীরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের টিল লিডার হায়াতুন নবী বলেন, আলুবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে ট্রাকচালক ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। ফায়ার সার্ভিসের কর্মীরা তার লাশ উদ্ধার করে কুমিরা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। কুমিরা হাইওয়ে থানার উপ পরিদর্শক জাকির রব্বানী জানান, দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআফগানদের বিপক্ষে জয় ছাড়া কিছু ভাবছেন না বাংলাদেশ অধিনায়ক
পরবর্তী নিবন্ধশুভ বিজয়া দশমী আজ