গাছবাড়িয়া সরকারি কলেজে মাস্টার্স কোর্স চালু করা হবে

নবীন বরণ অনুষ্ঠানে এমপি নজরুল

চন্দনাইশ প্রতিনিধি | শুক্রবার , ২৯ জুলাই, ২০২২ at ৫:৩১ পূর্বাহ্ণ

গাছবাড়িয়া সরকারি কলেজে নবীন বরণ গতকাল বৃহস্পতিবার কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কলেজ ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব মো. নজরুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, শিক্ষা বান্ধব প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ অব্যাহত রেখেছেন। ফলে শিক্ষা ক্ষেত্রে দেশ এখন বহুদূর এগিয়ে গেছে। বছরের ১ম দিন শিক্ষার্থীরা নতুন বই পেয়ে যাচ্ছেন। উপবৃত্তিসহ বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করায় দেশের সকল শিশু স্কুলমুখি হয়েছে। স্কুল, কলেজ, মাদরাসায় শ্রেণি কক্ষের সংকট নেই। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল ভবন শোভা পাচ্ছে। তিনি কলেজের নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, সরকারের দেয়া সুযোগ কাজে লাগিয়ে আদর্শিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য লেখাপড়ায় মনোযোগ দিতে হবে। গাছবাড়িয়া সরকারি কলেজে মাস্টার্স কোর্স চালু করার প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আশ্বাস দেন তিনি। কলেজ ছাত্রলীগের সভাপতি মো. সাইফুল ইসলাম বাবুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. সুব্রত বরণ বড়ুয়া। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এসএম বোরহান উদ্দিন। বিশেষ বক্তা ছিলেন দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আবু তাহের। কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মো. সাফাতুন নুর চৌধুরী ও মো. আবিদুল ইসলাম চৌধুরীর যৌথ সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন চৌধুরী আমির মো. সাইফুদ্দিন, হেলাল উদ্দিন চৌধুরী, মো. মিজানুর রহমান, মো. খালেদ, মো. মামুন, মো. নাঈম উদ্দীন, সালেহ নুর তানভীর, আরেকুর রহমান, শাহাদাত হোসেন মানিক, মো. তছলিম উল্লাহ চৌধুরী,উত্তম বিশ্বাস, ইরফান সাদেক শুভ, দেবু দাশ, মুমিনুল ইসলাম ইমন, মোহছেন আলম তুর্জ, রাশেদুল ইসলাম, জায়েদ খান জয় প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধহাসপাতাল করার চুক্তি বাতিল না করা পর্যন্ত আন্দোলন চলবে
পরবর্তী নিবন্ধএডিস মশার বিস্তার রোধে চসিকের অভিযান-জরিমানা