গাছবাড়িয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর ড. সুব্রত বরণ বড়ুয়া

| বৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর, ২০২৫ at ১১:১২ পূর্বাহ্ণ

প্রফেসর ড. সুব্রত বরণ বড়ুয়াকে গাছবাড়িয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে। গত ১১ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ পদায়নের আদেশ জারি করা হয়।

প্রফেসর ড. সুব্রত বরণ বড়ুয়া ১৬তম বিসিএস ব্যাচের কর্মকর্তা। তিনি রাউজানের পূর্বগুজরা ছাদাংগড়খীল গ্রামে জন্মগ্রহণ করেন। কর্মজীবনে তিনি বিভিন্ন কলেজে নানা পদে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালের ২ ডিসেম্বরে তিনি গাছবাড়িয়া সরকারি কলেজে উপাধ্যক্ষ হিসেবে যোগ দেন। গত ১১ ডিসেম্বর অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। প্রফেসর ড. সুব্রত বরণ বড়ুয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ২০০৮ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি সামাজিক সংগঠনের সাথে জড়িত। তিনি সেমিনার, সিম্পোজিয়াম উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআশেকানে মোস্তফা (দ.) তরুণ পরিষদ কুলগাঁও শাখার সভা
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় সাজাপ্রাপ্ত আসামিসহ আ.লীগ-যুবলীগের চার নেতা গ্রেপ্তার