গাছবাড়িয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর রনজিৎ কুমার দত্ত

| মঙ্গলবার , ২৩ আগস্ট, ২০২২ at ৫:৩৫ পূর্বাহ্ণ

গাছবাড়িয়া সরকারি কলেজে নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন প্রফেসর রনজিৎ কুমার দত্ত। গত ৮ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি গাছবাড়িয়া সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। গত ১০ আগস্ট তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন। উল্লেখ্য, সাতকানিয়ার বাজালিয়া গ্রামের প্রফেসর রনজিৎ কুমার দত্ত শেরে বাংলা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, সাতকানিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে গণিত বিষয়ে বি.এস-সি (অনার্স) এবং এমএসসি ডিগ্রি লাভ করেন। ১৪’শ বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন। ১৯৯৩ সালে সাতকানিয়া সরকারি কলেজে প্রভাষক পদে যোগদান করেন। পরবর্তী সময়ে বিভিন্ন কলেজে শিক্ষকতা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ১৫ আগস্ট ও ২১ আগস্ট হত্যাকাণ্ড একই সূত্রে গাঁথা
পরবর্তী নিবন্ধঘর ছেড়ে রাজপথে নেমে আসুন বিক্ষোভে শামিল হোন