গাছবাড়িয়ায় রত্নাকর গোস্বামী স্মৃতি সংসদের সম্মেলন

| রবিবার , ৩০ জুন, ২০২৪ at ৫:০৪ পূর্বাহ্ণ

চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়াস্থ সচ্চিদানন্দ ধামের রাধামাধব মন্দিরে রত্নাকর গোস্বামী স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সম্মেলন গত ২৮ জুন অনুষ্ঠিত হয়। সচ্চিদানন্দ ধামের প্রধান সেবক মিলন গোস্বামী গুরু মহারাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. চন্দন তালুকদার।

সংবর্ধিত অতিথি ছিলেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. তপন কান্তি দাশ। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল ইসলাম, অধ্যাপক স্বদেশ চক্রবর্তী ও উত্তম কুমার চক্রবর্তী, সচ্চিদানন্দ ধামের সেবক তপন চক্রবর্তী, অসীম চক্রবর্তী, আশীষ চক্রবর্তী ও অরূপ রতন চক্রবর্তী, চকরিয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রবাল চক্রবর্তী, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল, চট্টগ্রাম দক্ষিণ জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার বিশ্বাস, কক্সবাজার জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি স্বপন পাল, সাধারণ সম্পাদক প্রিয়তোষ শর্মা চন্দন। স্বাগত বক্তব্য রাখেন সচ্চিদানন্দ ধামের সাধারণ সম্পাদক দেবব্রত পাল দেবু। আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির প্রশান্ত দাশ, মানিক দে, সমীর ধর, শিবু দে, আদিনাথ ধর, রনি সিংহ, নিমাই সিংহ, রাজিব দাশ, গনেশ দে, প্রবীর পাল, কাজল পাল, সজল মিত্র, সেবক পাল, ডা. পরিমল দে, সুবোধ পাল, অসিক গুপ্ত, বঙ্কিম ধর, অমল ধর প্রমুখ।

সম্মেলনের ২য় অধিবেশনে সকলের সর্বসম্মতিক্রমে মিলন গোস্বামী গুরু মহারাজকে সভাপতি, দেবব্রত পাল দেবুকে সাধারণ সম্পাদক, আদিনাথ ধরকে সাংগঠনিক সম্পাদক, শিবু কান্তি দে’কে অর্থ সম্পাদক, রনি সিংহকে প্রচার সম্পাদক ও নিমাই সিংহকে দপ্তর সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযুব সমাজের মেধা ও সুপ্ত প্রতিভাকে কাজে লাগাতে হবে
পরবর্তী নিবন্ধপ্রিয়া চক্রবর্তী