চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর এর উদ্যোগে সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা গতকাল বুধবার জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের সিনিয়র জেলা ও দায়রা জজ ড. আজিজ আহমেদ ভূঁঞা, বিশেষ অতিথি ছিলেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম কামরুন নাহার রুমি এবং বিভাগীয় বন কর্মকর্তা চট্টগ্রাম এস এম কায়সার, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বজলুর রশীদ মিন্টু।
প্রধান অতিথি বলেন, কিছু সংখ্যক দুষ্কৃতিকারী অর্থের লোভে বৃক্ষ নিধনের মহোৎসব মেতে উঠেছে। তাদের বিরুদ্ধে আইনি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। গাছখেকোদের হাত থেকে বৃক্ষকে রক্ষা করতে সংশ্লিষ্ট সকল আইন প্রয়োগকরী সংস্থাকে কঠোর হওয়ার পরামর্শ দেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শামসুদ্দিন সিদ্দিকী টিপু, মো. মহসীন, তপন কুমার দাশ, আজাহারুল হক, নূরজাহান ইসলাম মুন্না, মোহাম্মদুন্নবী শিমুল, ফৌজিয়া আফরোজ, জাহেদুল ইসলাম, হিমাদ্রী শেখর, বিবেকানন্দ, আফজাল হোসেন, হাদি হাম্মাদুল্লাহ সহ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












