গাউসুল আযম মাইজভাণ্ডারীর (ক.) আদর্শ অনুসরণ করলেই আত্মশুদ্ধি অর্জন সম্ভব

‘এস জেড এইচ এম ট্রাস্ট’- ‘দি মেসেজ’র মহিলা মাহফিল

| মঙ্গলবার , ১৩ জানুয়ারি, ২০২৬ at ৭:১৪ পূর্বাহ্ণ

গাউসুল আযম হযরত মাওলানা শাহ্‌ সুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (.)-এর দ্বিশততম জন্মবার্ষিকী ও ১২০তম ১০ মাঘ উরস শরিফ উপলক্ষে ‘এস জেড এইচ এম ট্রাস্ট’এর ১০ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গত শনিবার এস জেড এইচ এম ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন মহিলাদের আত্ম জিজ্ঞাসা ও জ্ঞান অনুশীলন মূলক সংগঠন ‘দি মেসেজে’র ব্যবস্থাপনায় বিশেষ মহিলা মাহফিল নগরীর ষোলশহরস্থ এলজিইডি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। গুলেনারা সিদ্দিকী শবনমের উপস্থাপনায় মাহফিলের নির্ধারিত বিষয় ‘বেলায়তের উজ্জ্বল আলোকবর্তিকা গাউসুল আযম হযরত মাওলানা শাহ্‌ সুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (.): জীবন, আধ্যাত্মিক মর্যাদা, দর্শন ও শিক্ষা’ এর উপর আলোচনা করেন বোয়ালখালী চরণদ্বীপ দরবারের নায়েবে সাজ্জাদানশীন শাহজাদা শেখ সাইফুল্লাহ ফারুকী। মাহফিলে কোরআন তেলাওয়াত করেন সায়মা, নাতে রাসুল (.) পরিবেশন করেন ওয়াসিমা রহমান প্রিয়ন্তি, মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন ওয়াজিহা রহমান প্রিয়তা, আলিশা, পপি, মিফতাহুল জান্নাত, উম্মে সায়মা সাদিয়া, জয়নব। সব শেষে মিলাদকিয়াম ও মোনাজাতের মাধ্যমে মাহফিল সম্পন্ন হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফতেয়াবাদের সাধুর পাহাড়ে স্বামী সত্যানন্দ গিরির তিরোধান দিবস
পরবর্তী নিবন্ধএলপিজি আমদানিতে ঋণ সুবিধা ২৭০ দিন পর্যন্ত বাড়াল বাংলাদেশ ব্যাংক