আনজুমানে কাদেরীয়া চিশতীয়া আজিজিয়া বাংলাদেশের ব্যবস্থাপনায় আল্লামা আজিজুল হক আলকাদেরী (রহ) প্রবর্তিত গাউসুল আযম সৈয়দ আব্দুল কাদের জিলানী (রা.) স্মরণে ইমামুল আউলিয়া গাউসুল আযম কনফারেন্স কাল বুধবার বিকেল ৩ টায় নগরীর মুরাদপুরস্থ এলজিইডি ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
কনফারেন্সে সভাপতিত্ব করবেন আনজুমানে কাদেরীয়া চিশতীয়া আজিজিয়া বাংলাদেশের সভাপতি ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আলকাদেরী (মজিআ)। কনফারেন্সে সবাইকে অংশগ্রহণ করার জন্য কনফারেন্স প্রস্তুতি কমিটির আহ্বায়ক মাওলানা মুহাম্মদ আবদুল অদুদ আল–কাদেরী ও সদস্য সচিব মুহাম্মদ ইকবাল চৌধুরী অনুরোধ জানিয়েছেন। খবর প্রেস বিজ্ঞপ্তির।