আনজুমানে কাদেরীয়া চিশতীয়া আজিজিয়ার ব্যবস্থাপনায় আল্লামা আজিজুল হক আলকাদেরী (রহ.) প্রতিষ্ঠিত সৈয়দ মুহিউদ্দিন আবদুল কাদের জিলানী (রা.) স্মরণে গাউসুল আযম কনফারেন্স আগামীকাল রবিবার বিকেল ৩ টায় চট্টগ্রাম প্রেসক্লাবস্থ বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হবে। পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফী মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠেয় কনফারেন্সে প্রধান অতিথি থাকবেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি। কনফারেন্স সফল করার লক্ষ্যে গত ২ ডিসেম্বর আন্দরকিল্লা টিএন্ডটি রোডস্থ আনজুমান কাদেরীয়া ভবনে প্রস্তুতি সভা অধ্যক্ষ আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন, অধ্যক্ষ মাওলানা আবুল ইরফান মুহাম্মদ লোকমান চিশতি, মাওলানা কামাল উদ্দিন আজিজি, মাওলানা ইয়াসিন আনসারী আল মাদানী, মাওলানা কাজী মুহাম্মদ আবু ছালেহ প্রমুখ। পরে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কল্যাণ কামনায় মুনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












