গাউসুল আযম কনফারেন্স আজ

| রবিবার , ১৮ ডিসেম্বর, ২০২২ at ১০:৪৮ পূর্বাহ্ণ

আনজুমানে কাদেরিয়া চিশতিয়া আজিজিয়া বাংলাদেশের উদ্যোগে গাউসুল আযম শাহসূফি সৈয়দ আবদুল কাদের জিলানি (রহ.) ইমামুল আউলিয়া গাউসুল আযম কনফারেন্স আজ বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাব বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হবে।

কনফারেন্সের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আলকাদেরী (মজিআ)।

কনফারেন্সে অতিথি ও আলোচক থাকবেন, জমিয়তুল মুদারেসিনের মহাসচিব আল্লামা শিব্বির আহমদ মমতাজি, ড. আল্লামা আব্দুল্লাহ শাহ আলম আল মা’রুফ, ড. আল্লামা একেএম মাহবুবুর রহমান, অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান, ড. আবদুর রাজ্জাক, আল্লামা গাজী শফিউল আলম নেজামী, আল্লামা আবুল কাশেম নূরী প্রমুখ।

কনফারেন্সে সকলকে অংশগ্রহণ করার জন্য সদস্য সচিব মুহাম্মদ ইকবাল চৌধুরী অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় ইয়াবাসহ নারী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধপ্রশিক্ষণের মাধ্যমে প্রতিবন্ধীদের যোগ্য করে তুলতে হবে