হযরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ (ক.) এর ওরশ শরীফ উপলক্ষে ১০ দিনব্যাপী অনুষ্ঠানে ১ম দিন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গাউসুল আজম মাইজভাণ্ডারী ইবাদতগাঁহ গত সোমবার উদ্বোধন ও শিক্ষার্থীদের আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবুল আলমের সভাপতিত্বে বিদ্যালয়ের শিক্ষক জামাল উদ্দিন ও ওসমান গণি রিমনের সঞ্চালনায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাইজভাণ্ডার দরবার শরীফ গাউছিয়া আহমদিয়া মনজিলের সাজ্জাদানশীন শাহ সুফি সৈয়দ সাজ্জাদ হোসাইন সোহেল মাইজভাণ্ডারী (ম.)। অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার ওসমান ফারুক চৌধুরী, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় নির্বাহী পর্ষদের সহসভাপতি কাজী জানে আলম বাবুল, মফিজুল আলম, এস এম কাইসার, কেন্দ্রীয় মহাসচিব নাজমুল হাসান মাহমুদ শিমুল, অ্যাড. সফিউল আজম, লালন ওসমান, কপিল উদ্দিন, মাওলানা ওসমান গণি, মোবারক হোসেন, নুরুল কবির মাসুদ, নাজমুল হুদা মনি, শাহাজান তালুকদার, কামরুল হাসান শেয়ান, সাফাইয়াতুল ইসলাম, ইদ্রিস মিয়া, ইয়াকুব নবী, রাশেদুল আলম মাসুম, মাস্টার নিজাম মোরশেদ, সালাউদ্দিন মাহমুদ, আমিনুল হক বাপ্পী, সরোয়ার ইমন, নাজিম উদ্দিন নাজু, মহিউদ্দিন, নবি আলম, মামুন তালুকদার প্রমুখ।
কোরআন তেলাওয়াত, নাতে রাসুল (সা.) ও শানে গাউসুল আজম মাইজভাণ্ডারী পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরুর পর বক্তব্যে নুরানী খুৎবায় শাহ সুফি সৈয়দ সাজ্জাদ হোসাইন সোহেল মাইজভাণ্ডারী ছাত্র–ছাত্রীদের ধর্মীয়, নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলে দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করার আহবান জানান। শেষে মাওলানা ওসমান গণির পরিচালনায় মিলাদ, মাওলানা মামুন উদ্দীনের মোনাজাত পরিচালনা করেন। পরে ফিতা কেটে ইবাদত গাঁহ উদ্বোধন করা হয়।