আহলে সুন্নাত ওয়াল জামাআ’ত মহানগর সহ সভাপতি আলহাজ এইচ এম মুজিবুল হক শাকুর বলেছেন, নবীজির পথ মতে ও মহব্বতে চলে যে সকল মহা মনীষীগণ ইতিহাসের পাতায় চির অম্লান হয়ে রয়েছেন তাদের মধ্যে গাউছে পাক বড়পীর হযরত আব্দুল কাদের জিলানী (রহ.) অনন্য উচ্চ মর্যাদায় সমাসীন। বর্তমান সময়ে হুজুর গাউছে পাকের আদর্শ বাস্তবায়ন হলে সমাজ ও রাষ্ট্র উপকৃত হবে।
তিনি গত ১৮ অক্টোবর আগ্রাবাদে আহলে সুন্নাত ওয়াল জামাআ’ত ডবলমুরিং থানা শাখা আয়োজিত পবিত্র ঈদে মিলাদুনন্নবী (দ.) ও ফাতেহা ইয়াজ দাহুম উপলক্ষে মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। দরবারে ইসাপুরী শাজ্জাদানশীন শাহ্জাদা সৈয়দ এরশাদ উল্লাহ্ সোলায়মান ইসাপুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআ’ত মহানগর সহ সাধারন সম্পাদক মাওলানা হাশমত আলী তাহেরি। বিশেষ অতিথি ছিলেন ইসমাইল আল কাদেরী, নুরুজ্জামান আল কাদেরী, মুহাম্মদ লিয়াকত আল কাদেরী, আলাউদ্দিন আল কাদেরী, শাহাব উদ্দীন, মুহাম্মদ শফিউল্লাহ্, মুহাম্মদ মাহবুবুর আলম, ইশতিয়াক বাদশা রাফি, হাফেজ মুহাম্মদ মহিউদ্দীন, ছালামত আলী, হাফেজ আনোয়ারুল ইসলাম খান, আলী আজাদ রেজভী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।