গাউসিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম মহিলা শাখার কর্মসূচি

| সোমবার , ১৯ জানুয়ারি, ২০২৬ at ১২:০৫ অপরাহ্ণ

গাউসুল আযম হযরত মাওলানা শাহ্‌সুফি সৈয়দ আহমদ উল্লাহ্‌ মাইজভাণ্ডারীর (.) দ্বিশততম জন্মবার্ষিকী ও ১২০তম ‘মহান ১০ মাঘ উরস শরিফ’ উপলক্ষে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম মহিলা শাখার উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হচ্ছে।

কর্মসূচিতে ছিল হযরত গোলামুর রহমান বাবা ভাণ্ডারী, অছিয়ে গাউসুল আজম হযরত দেলোয়ার হোসাইন ও বিশ্বঅলি শাহানশাহ হযরত মওলানা শাহসুফি জিয়াউল হক (.) মাইজভাণ্ডারী মাজার শরীফে পুষ্পস্তবক অর্পণ ও সমবেত প্রার্থনা। গত ১৬ জানুয়ারি পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি লায়ন অর্চ্চণা রাণী আচার্য, সাধারণ সম্পাদক জয়াগুহ সোমা, সহসভাপতি সোমা গুহ, সাংগঠনিক সম্পাদক কাশ্মীরি দাশ, রুনা বিশ্বাস, সুইটি আচার্য, আবু বড়ুয়া, মৌসুমী চৌধুরী, তুর্ণা আচার্য প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধক্লাব অব চট্টগ্রাম কলেজিয়েটস এর মাসিক বন্ধু সভা
পরবর্তী নিবন্ধসারগাম সঙ্গীত পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন