গাউসিয়া কমিটি হলদিয়া ইউনিয়ন শাখার কাউন্সিল

| মঙ্গলবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৫৪ পূর্বাহ্ণ

গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান ১নং হলদিয়া ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল গত ১৪ ফেব্রুয়ারি আমিরহাটস্থ মোহাম্মদীয়া কমিউনিটি পার্কে মাস্টার মুহাম্মদ হোসাইনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে উদ্বোধক ছিলেন হলদিয়া ইউনিয়ন গাউসিয়া কমিটি সাবেক সভাপতি মাওলানা সাইদুল আলম খাকী। প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা উত্তরের সভাপতি অধ্যক্ষ ইলিয়াস নূরী। প্রধান বক্তা ছিলেন রাউজান উপজেলা উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা ইয়াছিন হোসাইন হায়দরী। কাউন্সিলর ছিলেন রাউজান উপজেলা উত্তরের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ কে এম ওমর ফারুক। কাউন্সিলে মাষ্টার মুহাম্মদ হোসাইনকে সভাপতি, মাষ্টার মুহাম্মদ রফিকুল আলম সিকদারকে সাধারণ সম্পাদক ও মুহাম্মদ মাসুদ পারভেজকে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী পরিষদ গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে আওয়ামী লীগের মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধমোহরায় গৌরাঙ্গ নিকেতন উৎসব ২৪ ফেব্রুয়ারি শুরু