গাউসিয়া কমিটি কেন্দ্রীয় পরিষদ কর্তৃক সৌদি আরব মক্কা শরীফ শাখা গঠন করা হয়েছে। গত ১৬ এপ্রিল মানার আল হুদা হোটেলে আলহাজ্ব মাওলানা মুহাম্মদ সোলাইমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মজিআ)।
বিশেষ অতিথি ছিলেন আল্লামা সৈয়্যদ মুহাম্মদ আহমদ শাহ (মজিআ)। এতে প্রধান বক্তা ছিলেন গাউসিয়া কমিটির বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ কমিশনার। বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশের যুগ্ম মহাসচিব আলহাজ্ব অ্যাড মোছাহেব উদ্দিন বখতেয়ার, আবদুল মালেক বুলবুল, মুহাম্মদ হোসাইন, আহসান হাবীব চৌধুরী হাসান, মুহাম্মদ জানে আলম, আল্লামা আব্দুল মোস্তফা রহিম আযহারী প্রমুখ।
এতে উপস্থিত সকলের সম্মতিতে আলহাজ্ব মুহাম্মদ মোজাহের ইসলামকে সভাপতি ও আলহাজ্ব মুহাম্মদ শাহ জাহানক সাধারণ সম্পাদক করে ৩৭ সদস্য বিশিষ্ট গাউসিয়া কমিটি মক্কা শরীফ শাখা গঠন করা হয়। অনুষ্ঠানে শেষে মোনাজাত পরিচালনা করেন আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মজিআ)। প্রেস বিজ্ঞপ্তি।