গাউসিয়া কমিটি ১১ নং ওয়ার্ড দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের আওতাধীন শাপলা আ/এ, শ্যামলী আ/এ ও আর্টিলারি মোড় যৌথ ইউনিটের আলোচনা সভা ও খতমে গাউসিয়া গত মঙ্গলবার বাদ মাগরিব শাপলা আ/এ নজরুল ম্যানসনে অনুষ্ঠিত হয়। ইউনিট সভাপতি অ্যাডভোকেট মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সোহেলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সহ সভাপতি জিয়াউল হাসান খসরু ও সিনিয়র সহ সভাপতি এম এ সালাম মজুমদার। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি ইঞ্জিনিয়ার মোস্তফা, লায়ন গিয়াস উদ্দিন চৌধুরী, সিরাজুল আলম, ফারুক আহমদ, কামরুল আহসান কাউছার, ইলিয়াছ কন্ট্রাক্টর, কে এম শরীফ, রফিকুল ইসলাম রুবেল, সাহাবউদ্দিন, শাহীন, শাহজান, আবুল হোসেন, বেল্লাল, আনোয়ার হোসেন, সালমান প্রমুখ। সভায় বক্তারা, মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বক্তারা বলেন, করোনা মহামারীতে দেশব্যাপী মাঠে থাকা গাউসিয়া কমিটির সদস্যরা দাফন-কাফন সহ অসহায় মানুষের পাশে থেকে ত্রাণ বিতরণ করে সংগঠনের নাম উজ্জল করেছেন। সভায় এলাকাবাসীকে এ সংগঠনের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। সভায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের হিসাব উত্থাপন করা হয়। এর আগে খতমে গাউসিয়া শেষে মুনাজাত পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ তৈয়ব। মিলাদ পরিচালনা করেন মোহাম্মদ জাফর। প্রেস বিজ্ঞপ্তি।










