গাউসিয়া কমিটি রাউজান সুলতানপুর শাখার বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প

রাউজান প্রতিনিধি | রবিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৩ at ৭:২১ পূর্বাহ্ণ

গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান সুলতানপুর (উত্তর) শাখার ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পে সেবা দিয়েছে। এই চিকিৎসা ক্যাম্পে চিকিৎসার পাশাপাশি মুসলিম শিশুদের খৎনা করা হয়েছে। গত শুক্রবার রাউজান আরআরএসি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ক্যাম্পের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। উদ্বোধক ছিলেন গাউসিয়া কমিটি উপজেলার সভাপতি বিএম জসিম উদ্দিন হিরু। বিশেষ অতিথি ছিলেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন, আহসান হাবিব চৌধুরী হাসান। উপস্থিত ছিলেন, সারজু মোহাম্মদ নাসির, মাওলানা এম.এ মতিন, আ স ম রফিকুল ইসলাম রেজভী, আবদুল মোতালেব, মাওলানা জসিম উদ্দিন, মুহাম্মদ সাবের হোসেন, মুহাম্মদ নাসির উদ্দিন। এই ক্যাম্পে ৮০ জন শিশুকে খৎনা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধজাপান গেলেন চবির প্রক্টরসহ ৭ শিক্ষার্থী
পরবর্তী নিবন্ধআন্দোলনের মাধ্যমেই সরকারের পতন ঘটাব