গাউসিয়া কমিটি রাউজান সরকারি কলেজ শাখার ব্যবস্থাপনায় আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ’র সালানা ওরশ মোবারক ও দ্বি-বার্ষিক সম্মেলন গত ২৩ সেপ্টেম্বর কলেজের সাজেদা কবির চৌধুরী মিলনায়তনে সংগঠনের সভাপতি সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক নিয়াজুর রহমান সাবিকের সঞ্চালনায় এতে উদ্বোধক ছিলেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব এডভোকেট মোছাহেব উদ্দিন বখতেয়ার, কাউন্সিলর ছিলেন গাউসিয়া কমিটি উত্তর জেলার সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রাউজান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম নেওয়াজ চৌধুরী, গাউসিয়া কমিটি উপজেলা উত্তরের সভাপতি অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নুরী, সাধারণ সম্পাদক ইয়াছিন হোসাইন হায়দরী, উত্তর জেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান হাবীব চৌধুরী হাসান। এতে নিয়াজুর রহমান সাবিককে সভাপতি, মনির উদ্দিনকে সাধারণ সম্পাদক ও সাবের হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।