গাউসিয়া কমিটি বায়েজিদ পূর্ব শহীদনগর শাখার অভিষেক

| বৃহস্পতিবার , ৩ ফেব্রুয়ারি, ২০২২ at ১০:৪৮ পূর্বাহ্ণ

করোনাকালের কঠিন সময়ে গাউসিয়া কমিটির কর্মীরা যেভাবে ধর্ম বর্ণ নির্বিশেষে সেবার হাত বাড়িয়ে দিয়েছে, সেভাবে বর্তমানেও জাতির সেবায় সর্বদা গাউসিয়া কমিটির প্রত্যেক কর্মীকে প্রস্তুত থাকতে হবে। গাউসিয়া কমিটি বায়েজিদ থানার পূর্ব শহীদ নগর শাখার অভিষেক অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। গত ১ ফেব্রুয়ারি স্থানীয় শহীদ নগর জামে মসজিদ প্রাঙ্গণে শাখা সভাপতি এম এ সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি মহানগর সভাপতি তসকির আহমদ। প্রধান বক্তা ছিলেন গাউসিয়া কমিটি মহানগর সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড কাউন্সিলর শফিকুল আলম, খলিলুর রহমান, সিরাজ উদ্দীন কোম্পানি, আহমদ মিয়া, ফজলুল কাদের চৌধুরী, হোসেন আলী, মোহাম্মদ জাফর, মনজুর আলম মনজু, আবুল কাসেম ও আবদুস শুক্কুর।
বক্তব্য রাখেন মাওলানা ইলিয়াছ আলকাদেরী, মনির উদ্দীন সোহেল, আব্দুল হামিদ সর্দার, সৈয়দ মুহাম্মদ হাবিবুর রহমান, আবু নাছের মুহাম্মদ তৈয়ব আলী, শেখ আরিফুর রহমান, খন্দকার ইরশাদুল আলম হিরা, সালামত আলী, শামসুল আলম চৌধুরী, মুহাম্মদ আরিফুর রহমান, মোহাম্মদ জসিম উদ্দীন, মহিউদ্দিন খোকন, নুরুল কাদের, ইয়াছিন আরাফাত, এনামুল হক সওদাগর, জি এস কফিল উদ্দীন, মুহাম্মদ সেলিম উদ্দীন জয় প্রমুখ। মুহাম্মদ সাদ্দাম হোসেনের সঞ্চালনায় নবনির্বাচিত পরিষদের শপথবাক্য পাঠ করান সৈয়দ মুহাম্মদ হাবিবুর রহমান সর্দার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএখলাছুর রহমান
পরবর্তী নিবন্ধহাতির হামলায় আক্রান্ত ও ক্ষতিগ্রস্তদের চেক বিতরণ