গাউসিয়া কমিটি বাংলাদেশ আবুধাবী শাখার অভিষেক

| শনিবার , ১৬ আগস্ট, ২০২৫ at ৬:১৫ পূর্বাহ্ণ

আবুধাবীতে গাউসিয়া কমিটি বাংলাদেশ ইউ..ই কেন্দ্রীয় পরিষদের আওতাধীন নবনির্বাচিত রাজধানী আবুধাবী শাখার অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বাদ মাগরিব আবুধাবী আল ইব্রাহিম হোটেল হলরুমে এ আয়োজন করা হয়। আবুধাবী শাখার নব নির্বাচিত সভাপতি আসলাম উদ্দিন হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএই কেন্দ্রীয় পরিষদের সভাপতি মুহাম্মদ আইয়ুব। উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় পরিষদের কেবিনেট মেম্বার ও আবুধাবী শাখার প্রধান উপদেষ্টা মুহাম্মদ আজিম উদ্দিন। অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাহউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ শওকত আলী এবং সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জিয়াউদ্দিন বাবলু।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় পরিষদের সহসভাপতি ও কেবিনেট মেম্বার মুহাম্মদ আজম খান। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ ওমর গণি। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাফেজ মুহাম্মদ শফিউল আলম মানিক, মুহাম্মদ উসমান আলী, মফজ্জল আহমেদ সওদাগর, মুহাম্মদ আলী জামাল, হাজী ইয়াকুব, মুহাম্মদ মুসা, মাওলানা মুফতি ইফতেখার হোসেন, মাওলানা মঈনউদ্দিন, মুহাম্মদ হারুন, মুহাম্মদ আরিফ, মুহাম্মদ আবু শাহেদ আরজু, মাওলানা ওসমান তালুকদার, কামাল চৌধুরী, মুহাম্মদ জামালউদ্দিন, মুহাম্মদ তছলিম উদ্দিন, মুহাম্মদ দিদারুল আলমসহ বিভিন্ন প্রাদেশিক শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নব নির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান ইউএই কেন্দ্রীয় পরিষদের সহসভাপতি মাওলানা মুহাম্মদ ফজলুল কবির চৌধুরী। মিলাদ, কিয়াম ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিভাগীয় জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের নতুন কমিটির সভা
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে ৬৭৫ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ