ইমাম আহমদ রেজা খা বেরলভি (রহ.)’র ১০২তম ওফাত বার্ষিকী উপলক্ষে রেডক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহযোগিতায় গাউসিয়া কমিটি পাঁচলাইশ থানা শাখার দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প ও স্মারক আলোচনায় উদ্বোধকের বক্তব্যে চট্টগ্রাম রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম বলেছেন, গাউসিয়া কমিটি এদেশের একটি সর্বৃহৎ আধ্যাত্মিক সংগঠন, যার মাধ্যমে দেশের মানুষ শুধু ধর্মীয় গাইডই পাচ্ছেন না, বরং মানবতার কল্যাণে সর্বত্যাগের এক মহান দৃষ্টান্ত রেখে যাচ্ছে সংগঠনের নেতা-কর্মীরা। গত ৩ অক্টোবর চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়ার অডিটোরিয়ামে গাউসিয়া কমিটি পাঁচলাইশ থানা শাখার সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মদ সেকান্দর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আনজুমান- এ রহমানিয়া আহমদিয়া সুন্নীয়া ট্রাস্ট’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ মহসিন। প্রধান আলোচক ছিলেন মুহাম্মদ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী, পেয়ার মুহাম্মদ কমিশনার, মুহাম্মদ শাহজাদ ইবনে দিদার, এড. মোছাহেব উদ্দিন বখতিয়ার। প্রেস বিজ্ঞপ্তি।