আল্লাহর পক্ষ থেকে যখন কোন বান্দার উপর দুঃখ–কষ্ট ও বালা–মুছিবত অবতীর্ণ হয় এবং সে তা রাজী– খুশির সাথে বরণ করে নেয় এবং অধৈর্য না হয়ে বরং শোকর আদায় করে তখন আল্লাহ পাক তার প্রতি সন্তুষ্ট হয়ে আপন করে নেন। আল্লাহ খুশি হয়ে নিয়ামত বৃদ্ধি করে দেন। তাই আমাদের উচিৎ পীর– মাশায়েখের পক্ষ থেকে যে নির্দেশ আসবে তা মেনে নিয়ে সন্তুষ্টচিত্তে কাজ করা। প্রবৃত্তির আনুগত্য বর্জন করে আত্মার অধীনতা স্বীকার করার মধ্যে কল্যাণ ও মুক্তি নিহিত।
গাউসিয়া কমিটি বাংলাদেশ, বায়েজিদ থানার আওতাধীন ৩নং পাঁচলাইশ ওয়ার্ডের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে আঞ্জুমান–এ–রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের অর্থ সচিব কমর উদ্দিন সবুর এই মন্তব্য করেন। এতে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমান জামেয়া ও গাউসিয়া কমিটির মুখপাত্র এডভোকেট মোছাহেব উদ্দিন বখতেয়ার। অনুষ্ঠানের সভাপতি প্রফেসর শহীদুল হক মন্ডলের সভাপতিত্বে ২৮ জানুয়ারি ওয়াজেদিয়া এস.এম. বাদশাহ কনভেনশন হলে সাধারণ সম্পাদক মুহাম্মদ মহিউদ্দিন খোকন ও মুহাম্মদ আব্দুল কাইয়ুমের যৌথ সঞ্চালনায় এতে মেহমানে আলা হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমান–এ–রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সদস্য ও গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাবেক চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার। বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সচিব শাহজাদ ইবনে দিদার। প্রধান বক্তা ছিলেন আঞ্জুমান–এ–রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সদস্য মুহাম্মদ হোসেন খোকন, অভিষেক করান গাউসিয়া কমিটি বাংলাদেশ বায়জিদ থানা শাখার আহবায়ক মাওলানা শেখ মুহাম্মদ আরিফুর রহমান। উদ্বোধনী বক্তব্য রাখেন আমান উল্লাহ আমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন– সামশুল আলম চৌধুরী, মুহাম্মদ শহীদুল্লাহ, মুহাম্মদ ইসহাক, মুহাম্মদ শহিদুল আলম বাবু, মাওলানা মুহাম্মদ আইউব, মাওলানা মুহাম্মদ আলী চৌধুরী, কমরুদ্দিন, অধ্যাপক ইমরান হাসান, জানে আলম, মাওলানা নূরুল কাদের, ইয়াছির আরাফাত, রায়হান চৌধুরী, শুকুর আলী, শাহ জাহান, হায়দার আলী, মাওলানা বোরহান উদ্দিন, এমদাদুল আলম ইমু, ইমরান, ইরাজ উদ্দিন মানিক, ইকবাল খান, আবু নাছের সোহেল, আরিফ, সাইদুল ইসলাম, জয়নাল সওদাগর, নিজাম উদ্দিন সুজন, রাশেদ ইকবাল, আবুল মাওলানা মাসুদ, নাছির চৌধুরী, মহিউদ্দিন, বশির, বাচা খাদেম, করিম, মুন্না, ইলিয়াস, আবু জাহেদ, ফাহাদ, জামাল, রুবেল, সুলতান, আবু মুছা, ফরহাদ, আলভি, মুহাম্মদ নিজাম উদ্দিন টিপু, তপু, মুহাম্মদ ইমতিয়াজ চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












