গাউসিয়া কমিটি পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের আওতাধীন মদিনা মসজিদ ইউনিটের দ্বি বার্ষিক সম্মেলন গত ৩০ অক্টোবর সম্পন্ন হয়। ওয়ার্ড কমিটির সহ সভাপতি সরোয়ার আলম ভূইয়ার সভাপতিত্বে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বাকলিয়া থানা কমিটির সভাপতি মোহাম্মদ হোসেন। প্রধান বক্তা ছিলেন ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক জানে আলম জানু। বিশেষ অতিথি ছিলেন গোলাম কিবরিয়া, ওসমান গণি, আবদুল কাদের রুবেল, মজিবুর রহমান, শাহজান বাদশা, সাজ্জাদ হোসেন রানা, মোহাম্মদ রাসেল ও কায়সার। পরে খাইরুল বশরকে সভাপতি, জসিম উদ্দিন রুমিকে সিনিয়র সহ সভাপতি, আলহাজ আমিনুল হক চৌধুরীকে সাধারণ সম্পাদক ও মোহাম্মদ ইউনুছকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট মদিনা মসজিদ ইউনিট কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












