গাউসিয়া কমিটি বাংলাদেশ, চট্টগ্রাম উত্তর জেলার ওফাতপ্রাপ্ত সাবেক নেতৃবৃন্দের ্লস্মরণ সভায় আনজুমান ট্রাস্ট’র সেক্রেটারি জেনারেল আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন বলেছেন, গাউসিয়া কমিটি একটি আধ্যাত্মিক সংগঠন, যে সংগঠনের কর্মী ও সদস্যগণ আনজুমান ট্রাস্ট কর্তৃক সারা দেশে পরিচালিত দ্বীনি মাদ্রাসা সমূহের সার্বিক সহযোগিতায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দ্বীনের সেবায় যারা কাজ করেন, তারা দুনিয়া ও আখিরাত উভয় জগতে সফলকাম। চট্টগ্রাম উত্তর জেলার সাবেক সভাপতি আলহাজ আমিনুর রহমান, আলহাজ্ব আনোয়ারুল আজিম চৌধুরী, আবদুস্ শুক্কুর, খোন্দকার সিরাজুল ইসলাম, মাওলানা কাজী আজিজুল হক, মুছা চৌধুরী, আবু মনছুর, নুরুল আমিন সওদাগর আনজুমান জামেয়ার জন্য বহু ত্যাগ স্বীকার করেছেন। তাঁরা আজীবন স্মরণীয় হয়ে থাকবেন। গত ২২ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা অডিটরিয়ামে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা গাউসিয়া কমিটির আহ্বায়ক মাওলানা ইয়াসিন হোসাইন হায়দারী।
প্রধান অতিথি ছিলেন আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মুহাম্মদ আনোয়ার হোসেন, প্রধান বক্তা ছিলেন আনজুমান ট্রাস্টের জয়েন্ট সেক্রেটারি আলহাজ্ব মুহাম্মদ সিরাজুল হক, বিশেষ অতিথি ছিলেন, আল্লামা মুহাম্মদ আবদুল মান্নান, আনজুমান ট্রাস্ট সদস্য আলহাজ্ব পেয়ার মুহাম্মদ, আলহাজ্ব মুহাম্মদ হোসেন খোকন, আলহাজ্ব আনোয়ারুল হক, আলহাজ্ব সাহজাদ ইবনে দিদার, এড. মোছাহেব উদ্দীন বখতিয়ার, তৌহিদুল আলম, আলহাজ্ব মাহবুব ছাফা প্রমুখ। উত্তর জেলা সদস্য সচিব ইঞ্জিনিয়ার নুরুল আজিমের সঞ্চালনায় স্মরণসভায় স্বাগত বক্তব্য রাখেন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আলহাজ্ব কাজী আবু ছাঈদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যক্ষ মাওলানা আবদুল আউয়াল, গাজী লোকমান, মাওলানা নঈমুল হক নঈমী, মুহাম্মদ হানিফ, আলী আকবর মিরন, জালাল উদ্দীন চৌধুরী, সেকান্দর হোসেন চৌধুরী, মাওলানা আবদুল খালেক আলকাদেরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












