গাউসিয়া কমিটি বাংলাদেশ সৌদি আরব জেদ্দা শাখার অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান গত ২৫ এপ্রিল জেদ্দা শরাফিয়া ইমপেরিয়াল হোটেলে গাউসিয়া কমিটি জেদ্দা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মুহাম্মদ লিয়াকত আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আতাউর রহমান মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ। প্রধান বক্তা ছিলেন অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগরের সভাপতি আব্দুল মালেক বুলবুল, ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন, আনজুমান ট্রাষ্টের সদস্য মুহাম্মদ জসিম উদ্দিন, গাউসিয়া কমিটি রিয়াদ শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ শাহাব উদ্দিন।
বক্তব্য রাখেন গাউসিয়া কমিটি মক্কা শরীফ শাখার প্রধান উপদেষ্টা সৈয়দ মুহাম্মদ আমান উল্লাহ আমান সমরকন্দি, উপদেষ্টা মৌলানা সোলাইমান কাদেরী, মক্কা শরীফ শাখার সভাপতি মুহাম্মদ মোজাহের ইসলাম, মাহমুদ মোস্তফা ইকবাল, মুহাম্মদ ইকবাল, মুহাম্মদ সরওয়ার, মুহাম্মদ আইয়ুব খান, মুহাম্মদ আকতার হোসেন, সৈয়দ আশিকুর রহমান রিপন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।