গাউসিয়া কমিটি চান্দগাঁও ইউনিটের বৃক্ষরোপণ ও চক্ষুশিবির

গাছের পরিচর্যা করুন : কোহিনূর কামাল

| মঙ্গলবার , ১৬ আগস্ট, ২০২২ at ১০:২৫ পূর্বাহ্ণ

প্রয়োজনে একটিমাত্র গাছ লাগান, কিন্তু গাছটিকে বাঁচিয়ে রাখার জন্য যথাযথ পরিচর্যার ব্যবস্থা করুন। পরিচর্যার বন্দোবস্ত না করে হাজার হাজার গাছ লাগিয়ে বৃক্ষ হত্যা করবেন না। বিগত ৫০ বছর ধরে বাংলাদেশে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালসহ বিভিন্ন সেবা সংগঠন ও সরকারি-বেসরকারি উদ্যোগে লক্ষ কোটি গাছের চারা রোপন করেছি, কিন্তু চারাগাছ বাঁচিয়ে রাখার জন্য পরিচর্যা করতে পারিনি। যথাযথ পরিপালন হলে আমাদের দেশের পরিবেশে আমূল পরিবর্তন হতো, তা হয়নি। গাউসিয়া কমিটি চান্দগাঁও ইউনিটের উদ্যোগে ও লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের সহযোগিতায় বৃক্ষরোপণ, চক্ষুশিবির, ব্লাডগ্রুপিং ও খাদ্যবিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে লায়ন্স জেলা ৩১৫ বি৪, বাংলাদেশের ২য় ভাইস জেলা গভর্নর লায়ন কোহিনূর কামাল এসব কথা বলেন।
লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের সভাপতি লায়ন এম সোহেল খানের সভাপতিত্বে ও ক্লাবের প্রাক্তন সভাপতি আবু নাসের রনির পরিচালনায় নগরীর চান্দগাঁওস্থ রাবেয়া-বশর ইনস্টিটিউটে সেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন, গাউসিয়া কমিটি মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুল্লাহ, দক্ষিণ চান্দগাঁও ইউনিটের ভারপ্রাপ্ত সভাপতি বাবুল আলম, লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর ডিস্ট্রিক্ট ইয়ুথ ক্যাম্প ও এক্সচেঞ্জ চেয়ারম্যান লায়ন নিশাত ইমরান। সভায় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের সদ্যপ্রাক্তন সভাপতি লায়ন আবদুর রব শাহীন, প্রাক্তন সভাপতিবৃন্দ লায়ন সিলভাস্টার বার্নাডেট, লায়ন নুরুল আলম, লায়ন ডা. গোপাল ভট্টাচার্য, লায়ন সাধন কুমার ধর, সহসভাপতি লায়ন বাবুল কান্তি লালা, সেক্রেটারি লায়ন নাজমুল শাকের, জয়েন্ট সেক্রেটারি লায়ন ইসমাইল চৌধুরী, লায়ন মহাদেব ঘোষ, গাউসিয়া কমিটির মোহাম্মদ নুরুল হক মানিক, লোকমান হাকিম, মাওলানা মুহাম্মদ মহসিন, মাওলানা মোহাম্মদ ইদ্রিস, নূর মোহাম্মদ, মোহাম্মদ নাসের, মোহাম্মদ সরোয়ার জাহান চৌধুরী তারেক, মোহাম্মদ মাহবুব, মো. আবছার, মুহাম্মদ হাসান খোকন, মো. কামাল, মোহাম্মদ শহীদ, মোহাম্মদ নূরুল ইসলাম বাবু, মো. মামুন, মোহাম্মদ মারুফ, মোহাম্মদ জামশেদ, মো. শাওন, মোহাম্মদ বেলাল, ৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ জালাল উদ্দিন মানিক, লিও ডিস্ট্রিক্ট কাউন্সিলের রিজিয়ন ডিরেক্টর লিও বোরহান উদ্দিন, লিও আবদুল্লাহ আলী আল হাসান, জোন ডিরেক্টর লিও শাহারিয়ার কবির, লিও ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট লিও অদিতি বড়ুয়া, লিও ক্লাব অব চিটাগং এরিস্টোক্রেসী কেমব্রিয়ানের সভাপতি লিও নাজমুল হাসান আলেপ, লিও ক্লাব অব চিটাগংয়ের ভাইস প্রেসিডেন্ট লিও শেখ মুনতাসির, সেক্রেটারি লিও মিনহাজুর রহমান শিহাব, ট্রেজারার লিও রাকিবুল আলম রনি, ক্লাব সদস্য লিও আহসান, লিও মাহমুদুন্নবী রানা, লিও সাখাওয়াত, লিও এমরান, লিও রামিসা, লিও মেহেদি, লিও হামিদ, লিও জাহেদ, লিও সারওয়ার, লিও কায়েস, লিও রিয়াজ, লিও নুজহাত, লিও আবির, লিও বিজয় প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহেল্প মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে বৃক্ষরোপণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা