গাউসিয়া কমিটি চাতরী ইউনিয়ন শাখার অভিষেক

আনোয়ারা প্রতিনিধি | শনিবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:০৪ পূর্বাহ্ণ

আনোয়ারায় গাউসিয়া কমিটি চাতরী ইউনিয়ন শাখার কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান সম্প্রতি সম্পন্ন হয়েছে। চাতরী চৌমুহনী বাজারের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মুহাম্মদ আব্দুর রহমান। সঞ্চালনায় ছিলেন মাওলানা মুহাম্মদ ইদ্রিছ। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন গাউসিয়া কমিটি আনোয়ারা উপজেলা শাখার সভাপতি হাছানুর রশিদ রিপন। প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান পেয়ার মুহাম্মদ। প্রধান বক্তা ছিলেন পরিষদের যুগ্ম মহা-সচিব এডভোকেট মোছহাব উদ্দিন বখ্‌তিয়ার। বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটি দক্ষিণ জেলার সভাপতি কমর উদ্দিন সবুর, সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবিবুল্লাহ্‌ মাস্টার ও সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আবুল মনছুর। বক্তব্য দেন মাওলানা ফজলুল করিম আনোয়ারী, মুহাম্মদ ফজলুল কাদের মাস্টার, মনির আহম্মদ চৌধুরী, নাজিম উদ্দিন চৌধুরী, আনোয়ার খাঁন মুন্সি, শামশুল আলম, মুহাম্মদ হোসেন, হারুনুর রশিদ, কেরামত আলী মেম্বার, হাজী আব্দুর রহিম, মুহাম্মদ মিয়া মেম্বার, আব্দুল আজিজ, আলমগীর চৌধুরী, হাজী শফিক আহমদ, খাইর মুহাম্মদ, মুহাম্মদ হাসান আলী,এস এম আব্বাস, এমদাদুল হক বকুল, নুরুল ইসলাম নুরু, মুহাম্মদ হাবিববুল্লাহ্‌, নাজিম উদ্দিন খাঁন চৌধুরী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধগুমানমর্দনে হারুণ ভাণ্ডার দরবারে ওরশ
পরবর্তী নিবন্ধচন্দনাইশে প্রাইভেট কারে ইয়াবা পাচার আটক ১