গাউসিয়া কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রস্তুতি সভা

| শনিবার , ১৬ আগস্ট, ২০২৫ at ৯:২৫ পূর্বাহ্ণ

আনজুমান এ রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় আসন্ন জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গতকাল শুক্রবার সন্ধ্যায় পটিয়া খানকাহএ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় গাউসিয়া কমিটি বাংলাদেশ, চট্টগ্রাম দক্ষিণ জেলার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

জেলার আহবায়ক হাবিবুল্লাহ মাস্টারের সভাপতিত্বে ও সদস্য সচিব সালাহ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সদস্য হারুনুর রশীদ, ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন, মাওলানা ওবায়দুল হক হক্কানী, আহমদ কবির, মাহবুবুল আলম, অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী ও মোজাফ্‌ফর আহমদ প্রমুখ। সভায় দক্ষিণ জেলার আওতাধীন সকল উপজেলা ও পৌরসভার দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রস্তুতি সভায় আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (.জি.)এ সদারতে অনুষ্ঠিতব্য আসন্ন জশনে জুলুছকে সফল করতে দক্ষিণ জেলার সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। দক্ষিণ জেলা থেকে আনজুমান ও গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়। সভা শেষে জুলুছের সফলতা কামনা করে মিলাদ ও দোয়া পরিচালনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবৈষম্যহীন সমাজ নির্মাণে সমাজতন্ত্রের সংগ্রাম এগিয়ে নেয়ার আহ্বান
পরবর্তী নিবন্ধপটিয়ায় ২ হাজার লিটার চোলাই মদসহ আটক ১