তরিকত ও মানবিক সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ গ্লোবাল শাখা সুন্দরপুরের নবনির্বাচিত (২০২৫–২০২৭) মেয়াদে কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয় হেলাল উদ্দিন। সেক্রেটারি নির্বাচিত হয় আবু বক্কর সিদ্দিকী। এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয় রাশেদুল ইসলাম ও অর্থ সম্পাদক সাকিবুল হাসান সবুজ। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ফটিকছড়ি লেলাং ইউনিয়নের বাগান বাড়ি এডভ্যাঞ্চারে কাউন্সিল অনুষ্ঠান ও শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের পরবর্তী সময়ে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
গ্লোবাল শাখা সুন্দরপুরের সাবেক সভাপতি সাহাব উদ্দিন বাপ্পুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উত্তর উপজেলার অর্থ সম্পাদক অধ্যাপক মহিদ্দীন চৌধুরী ও সুন্দরপুর ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা আজিজুল করিম।











