গাউসিয়া কমিটি কুয়েত কেন্দ্রীয় শাখার অভিষেক

| বৃহস্পতিবার , ৩ মার্চ, ২০২২ at ১০:৫১ পূর্বাহ্ণ

গাউছিয়া কমিটি বাংলাদেশ কুয়েত শাখার অভিষেক অনুষ্ঠান সম্প্রতি কমিটির কেন্দ্রীয় মার্কাজে অনুষ্ঠিত হয়। আহ্বায়ক আল্লামা মুহাম্মদ হোসাইনের সভাপতিত্বে ও মোহাম্মদ আব্দুর রহিমের সঞ্চালনায় কোরআন তেলাওয়াত করেন আল্লামা সৈয়দুল হক আবদুল্লাহ, নাতে রাসুল (দ.) পরিবেশন করেন খোরশেদ আলম। প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার রফিক উদ্দীন আহম্মদ। প্রধান বক্তা ছিলেন আল্লামা কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন আল্লামা মহিউদ্দিন সোহাগ, তৌহিদুল আলম চৌধুরী, আবসার উদ্দীন। উপস্থিত ছিলেন এয়াকুব আলী, জামাল উদ্দীন, দিদারুল আলম, এস এম জাকারিয়া, বেলাল উদ্দীন, জয়নাল আবেদিন, কামাল উদ্দীন, নুর মোহাম্মাদ, জামাল উদ্দীন টিপু, ওসমান গনি, জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম, দিদারুল আলম, এস এম জমির উদ্দীন, আবু তৌহিদ, রফিকুল আলম, কামাল খান, শাহাদাত হোসেন শাহেদ, আজিমুল হক, কিবরীয়া, কফিল উদ্দীন, নাজিম, হারুন ও বিভিন্ন প্রাদেশিক শাখা হতে আগত নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ মাওলানা মুহাম্মদ হোসাইনকে সভাপতি ও মোহাম্মদ সাইদুল হক সাঈদকে সাধারণ সম্পাদক করে ৯৩ সদস্য বিশিষ্ট গাউছিয়া কমিটি বাংলাদেশ কুয়েত শাখার অনুমোদন দেয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রকাশিত সংবাদ প্রসঙ্গে
পরবর্তী নিবন্ধহিলট্র্যাক্ট রেগুলেশন আইন বহাল দাবিতে হেডম্যানদের স্মারকলিপি