গাউসিয়া কমিটির শোকরানা মাহফিল

ঈদে মিলাদুন্নবী (দ.) জাতীয়ভাবে পালনের ঘোষণা

| শুক্রবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২১ at ৫:৫৪ পূর্বাহ্ণ

ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিবসকে জাতীয়ভাবে পালনের নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করায় গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শোকরানা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর কোরবানীগঞ্জস্থ বলুয়ারদীঘি খানকায় আয়োজিত এ শোকরানা মাহফিলে সভাপতিত্ব করেন যুগ্ম মহাসচিব এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার। প্রধান অতিথি ছিলেন সংগঠনের চেয়ারম্যান পেয়ার মুহাম্মদ কমিশনার। মোহাম্মদ আবদুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন, সংগঠনের মহাসচিব শাহজাদা ইবনে দিদার, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার প্রভাষক হাফেজ আনিসুজ্জমান, গাউসিয়া কমিটির সাবেক নগর যুগ্ম সাধারণ সম্পাদক সাবের আহমদ, মিডিয়া কমিটির প্রধান আবু তালেব বেলাল, সদস্য এরশাদ খতিবী প্রমুখ। আলোচনায় বক্তারা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবসকে জাতীয়ভাবে পালনের নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করায় মহামান্য রাষ্ট্রপতি এডভোকেট আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান ও তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকদম মোবারক মসজিদে মঈনুদ্দিন চিশতি (রা.) স্মরণে মাহফিল
পরবর্তী নিবন্ধকাগজপত্র না থাকায় বাঁশখালীতে ৬১ যানবাহনকে জরিমানা