গাউসিয়া কমিটি কেন্দ্রীয় পরিষদ পরিচালিত মানবিক সেবা কর্মসূচির আওতায় বৃহত্তর সিলেটের বন্যার্ত মানুষের সাহায্যার্থে নগদ অর্থ ও সাড়ে তিনটন চাল অনুদান দিলেন সিএমপি কমিশনার সালেহ মুহাম্মদ তানভীর।
গতকাল বৃহস্পতিবার নগরীর দামপাড়াস্থ সিএমপি কার্যালয়ে তিনি অনুদানের টাকা কমিটির চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ, কমিশনার, যুগ্ম মহাসচিব আলহাজ্ব অ্যাড. মোছাহেব উদ্দিন বখতিয়ারের কাছে হস্তান্তর করেন। তাদের সাথে ছিলেন আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ, আহসান হাবীব চৌধুরী হাসান, মুহাম্মদ এরশাদ খতিবী এবং সিএমপির পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা সামিনুর রহমান এবং উপ পুলিশ কমিশনার( সদর) অতিরিক্ত ডিআইজি আমির জাফর, ডিসি নর্থ, ডিসি ট্রাফিক নর্থ অতিরিক্ত উপ পুলিশ কমিশনার( ট্রাফিক দক্ষিন), অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ( হেড কোয়ার্টার), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এম টি), স্টাফ অফিসার ও অন্যান্য কর্মকর্তাগণ।
অনুদান প্রদানকালে সিএমপি কমিশনার সালেহ মুহাম্মদ তানভীর গাউসিয়া কমিটি বাংলাদেশের মানবিক কর্মকাণ্ডকে অতুলনীয় বলে মন্তব্য করে ভবিষ্যতে তার প্রশাসনের তরফ থেকে আরো বেশি সহযোগিতা করার আশ্বাস দেন। তিনি সিলেট -সুনামগঞ্জসহ বন্যা উপদ্রুত এলাকার পুলিশ প্রশাসনকে গাউসিয়া কমিটির পক্ষ থেকে ত্রাণ সহায়তাসহ মানবিক কর্মসূচিতে সহযোগিতার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।












