গাউসিয়া কমিটির মানবিক কাজ দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে

পটিয়ায় মতবিনিময় সভায় বক্তারা

পটিয়া প্রতিনিধি | রবিবার , ৭ মে, ২০২৩ at ৬:০৩ পূর্বাহ্ণ

গাউসিয়া কমিটি স্বেচ্ছাসেবক টিমের সাথে মতবিনিময় সভায় নবগত পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রিটন সরকার বলেছেন, গাউসিয়া কমিটি স্বেচ্ছাসেবক টিম তাদের মানবিক কাজের জন্য দেশবিদেশে বেশ প্রশংসিত হয়েছে। তিনি বলেন, করোনাকালিন করোনা আক্রান্ত পিতার পাশে যখন সন্তান ছিল, স্ত্রীর কাছে যখন স্বামী ছিল না এবং আপনজন যখন একে অন্যের কাছ থেকে দূরে সরে যাচ্ছিল ঠিক তখন গাউসিয়া কমিটির স্বেচ্ছাসেবক টিমের সদস্যরাই এ কঠিন সময়ে পাশে থেকে চিকিৎসাসেবা দিয়েছেন। গতকাল শনিবার পটিয়া গাউসিয়া কমিটি স্বেচ্ছাসেবক টিমের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত স্বেচ্ছাসেবকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গাউসিয়া কমিটি মানবিক টিমের সভাপতি মাহবুবুল আলম চেয়ারম্যানের সভাপতিত্বে ও টিম সচিব মৌলানা মোহাম্মদ ইছহাক আলকাদেরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন পটিয়া থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সমাজকর্মী পুলক চৌধুরী, পটিয়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সাংবাদিক আবদুল হাকিম রানা, সাংবাদিক শফিউল আজম, রবিউল আলম ছোটন, ওবায়দুল হক পিবলু প্রমূখ। সভায় উপজেলা ও পৌরসভার মানবিক টিমের স্বেচ্ছাসেবকবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারী মাদ্রাসার ১৪৪৪-৪৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন
পরবর্তী নিবন্ধভাটিয়ারীতে ৫শত পিস ইয়াবাসহ যুবক আটক