গাউসিয়া কমিটির মানববন্ধন

| মঙ্গলবার , ১০ নভেম্বর, ২০২০ at ১০:১৬ পূর্বাহ্ণ

গাউসিয়া কমিটি কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে গতকাল সোমবার চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী হযরত মুহাম্মদ (স.) – এর বিরুদ্ধে ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে আনজুমান-এ রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র সহসভাপতি মুহাম্মদ মহসিন বলেন, বিশ্বশান্তি ও প্রগতির ধর্ম ইসলামের প্রবর্তক, মাবতার মুক্তিদূত হযরত মুহাম্মদ (দ.) এর বিরুদ্ধে ইহুদি-নাসারা ও নাস্তিক্যবাদীদের ষড়যন্ত্র ও চক্রান্ত্র দিনের পর দিন বেড়ে যাচ্ছে, বাক স্বাধীনতার নামে মহানবীর ব্যঙ্গচিত্র প্রকাশ করে ফ্রান্স সরকার ধৃষ্টতা দেখিয়েছে। ফ্রান্স সরকারকে বিশ্ববাসীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থগিত করার দাবি জানান বক্তারা। গাউসিয়া কমিটি কেন্দ্রীয় চেয়ারম্যান পেয়ার মোহাম্মদের সভাপতিত্বে মহাসচিব অ্যাডভােকেট মোছাহেব উদ্দিন বখতিয়ারের সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য দেন, অধ্যক্ষ মুফতি সৈয়দ অছিয়র রহমান, কেন্দ্রীয় মহাসচিব শাহজাদ ইবনে দিদার, সাংগঠনিক সম্পাদক মাহবুব এলাহী শিকদার, দক্ষিণ জেলার সভাপতি কামরুদ্দিন সবুর, অধ্যক্ষ বদিউল আলম রিজভী, নুর মােহাম্মদ আলকাদেরী, সেকান্দর হোসেন, সাদেক হোসেন পাপ্পু, ইয়াছিন হায়দরী, জাহাঙ্গীর আলম চৌধুরী, মাস্টার হাবীব উল্লাহ, আবু তালেব বেলাল, এরশাল খতিবী, আহসান হাবীব চৌধুরী হাসান, আবদুল্লাহ প্রমুখ। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরণজিৎ রক্ষিত সংস্কৃতির প্রাণবন্ত ব্যক্তিত্ব ছিলেন
পরবর্তী নিবন্ধইয়াবা ও মাদক সেবন নগরীতে গ্রেপ্তার ২২