গাউসিয়া কমিটির সহায়তায় বিনামূল্যে কোভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধন কার্যক্রম বহদ্দারহাটস্থ একটি কনভেনশন হলে গতকাল শনিবার বিকাল ৪টায় উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কমিটির চেয়ারম্যান পিয়ার মোহাম্মাদ। এসময় উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও করোনা রোগী সেবা ও কাফন-দাফন কর্মসূচির প্রধান সমন্বয়ক অ্যাড. মোছাহেব উদ্দিন বখতিয়ার, ফ্রি চিকিৎসা ক্যাম্পের প্রধান সমন্বয়ক মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ, মোহাম্মদ আলমগীর ইসলাম বঈদী, মোহাম্মদ হোসাইন খোকন, মোহাম্মদ মহিউদ্দীন, এম জে মামুন, মোহাম্মদ ওমর ফারুক, আরিফ হোসাইন লিমন, মনিরুল ইসলাম, মোহাম্মদ শাহেদ আলম প্রমুখ।
ভ্যাকসিন নিবন্ধন কার্যক্রম উদ্বোধনকালে পেয়ার মোহাম্মদ বলেন, সর্বস্তরের জনসাধারণ জাতীয় পরিচয়পত্র ও সচল মোবাইল নম্বর সাথে নিয়ে তথ্যকেন্দ্রে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত নিবন্ধন কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন। প্রেস বিজ্ঞপ্তি।