সিদ্দিক রেজওয়ানা ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান নগর আওয়ামী লীগ নেতা সৈয়দ মাহমুদুল হক মানবিক সংগঠন গাউসিয়া কমিটি ডবলমুরিং থানা শাখাকে পিপি,মাঙ, গ্লাভস,টুপি, হ্যান্ড সেনিটাইজার সহ সুরক্ষা সামগ্রী প্রদান করেন।
এতে সৈয়দ মাহমুদুল হক বলেন, করোনায় মৃত্যুর পর দাফন কাফন এমনকি সনাতন ধর্মালম্বীদেরও সৎকারে সহায়তায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে গাউসিয়া কমিটি বাংলাদেশ। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করোনাকালে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন দেশের মানুষের পাশে থেকে। তাই এ সময় সকলের উচিত বিপন্ন মানুষকে সহযোগিতা করা,বিশেষ করে সমাজে যারা বিত্তবান আছেন তাদেরকে এগিয়ে আসতে হবে। এসময় উপস্থিত ছিলেন মহানগর গাউসিয়া কমিটির সাংগঠনিক সম্পাদক ও ডবলমুরিং থানা কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ আলকাদেরী, ডবলমুরিং থানা গাউসিয়া কমিটির করোনা সমন্বয়ক হাজী আব্দুল মালেক, ২৪নং ওয়ার্ড গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহ আলম, যুবলীগ নেতা নুরুল আবছার, মোঃ জহিরুল ইসলাম, ওমর গনি এম ই এস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র লীগের সহ-সভাপতি মোঃ রেজাউল করিম রিটন, যুবলীগ নেতা আজিজুর রহমান প্রমুখ।