নগরীর ষোলশহরস্থ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা পরিদর্শন করেছেন দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম এ মালেক। গতকাল শনিবার দুপুর ১২টায় পরিদর্শনকালে তিনি জামেয়ার বর্তমান অবকাঠামো দেখে প্রশংসা করেন এবং অধ্যক্ষ অফিসে সংক্ষিপ্ত আলোচনা সভায় শুভেচ্ছা বিনিময় করেন। আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার, ড. মুহাম্মদ লিয়াকত আলী, অ্যাড. মুহাম্মদ মোসাহেব উদ্দিন বখতিয়ার, মুহাম্মদ আবদুল্লাহ প্রমুখ।
আলোচনা সভায় অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলক্বাদেরী বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে যে সব সম্মানিত মুরব্বী জামেয়ার খেদমতে অগ্রণী ভূমিকা পালন করেন তাদের মধ্যে বর্তমান আজাদী সম্পাদক এম এ মালেকের মরহুম পিতা স্বাধীন বাংলাদেশের প্রথম পত্রিকা দৈনিক আজাদীর প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোহাম্মদ আবদুল খালেদ ইঞ্জিনিয়ার অন্যতম। চট্টলবাসীর জন্য তাঁর বিশাল অবদান মানুষ আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। সভায় আজাদী সম্পাদক বৈশ্বিক মহামারী করোনাকালীন দাফন, কাফনসহ যাবতীয় গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডে গাউসিয়া কমিটির অবদান স্মরণ করে তাদের খেদমতে ১ লাখ টাকা অনুদান প্রদান করেন। শেষে জামেয়া মসজিদ সংলগ্ন কবরস্থানে শায়িত মরহুম মোহাম্মদ আবদুল খালেদ ইঞ্জিনিয়ারের কবর জিয়ারত শেষে আজাদী সম্পাদক ও তাঁর পরিবারবর্গ মহান আল্লাহ তায়ালার দরবারে মোনাজাত করেন। মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলক্বাদেরী। প্রেস বিজ্ঞপ্তি।