উত্তর জেলা গাউসিয়া কমিটির উদ্যোগে ষোলশহর আলমগীর খানকায় শেরে মিল্লাত মুফতি ওবায়দুল হক নঈমী (রহ.), আবদুস শুক্কুর, ইঞ্জিনিয়ার আমিনুর রহমান, মুসা চৌধুরী, আবুল মনছুর ও মাওলানা আতাউর রহমানের স্মরণসভা গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি হারুন সওদাগরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরীর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন মুহাম্মদ মহসিন। এসময় তিনি বলেন, গাউসিয়তের মিশনে যারা নিবেদিত তারা চিরস্মরণীয় হয়ে থাকবেন। সভার উদ্বোধক ছিলেন মুহাম্মদ আনোয়ার হোসেন। প্রধান বক্তা ছিলেন পেয়ার মুহাম্মদ কমিশনার। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ আল্লামা অছিয়র রহমান আল ক্বাদেরী, শাহজাদা ইবনে দিদার। বক্তব্য রাখেন আঞ্জুমান ও গাউসিয়া কমিটির নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।