গাউসিয়া কমিটি বাংলাদেশ সাদেক আলী শাহ (রহঃ) জামে মসজিদ শাখা ইউনিট, গাউসিয়া হক কমিটি, মঈনিয়া যুব ফোরাম, প্রাক্তন ছাত্র ও এলাকাবাসীর উদ্যোগে এক বিদায় সংবর্ধনা সমপ্রতি অনুষ্ঠিত হয়। নগরীর ২৬নং ওয়ার্ড উত্তর হালিশহর চৌধুরী পাড়া হযরত শাহসুফি ছাদেক আলি শাহ্ (রহঃ) জামে মসজিদের খতিব ও ইমামের দায়িত্ব পালনকারী হযরত হাফেজ মাওলানা সৈয়দ মুহাম্মদ ইসহাক নকশ্বন্দি মুজাদ্দেদির বিদায়ে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
বিদায়ী খতিবকে ক্রেস্ট প্রদান করে বর্ণাঢ্য র্যালী সহকারে এলাকার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটির উপদেষ্টা ইসলাম চৌধুরী, হাজী সেকান্দর, মো. সেলিম, সালেহ জহুর, মো. আলাউদ্দিন, আবুল কালাম, মো. মুসলিম, সভাপতি নূর ইসলাম মনির, সাধারণ সম্পাদক মাসুদ আলম, খোরশেদ আলম, মো. বাবলু, তাজ উদ্দিন, আবুল কাশেম হুমায়ুন, আলাউদ্দিন, আলী আজগর সোহেল, মো. জামসেদ, মো. সুমন, মো. শিবলু, মো. রুবেল, মো. ইরফাত, মো. তুষার, মো. রাশেদ, মো. আতিক, মো. আফতাব, আক্তার হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।