গাউসিয়া কমিটি মহানগরের ফাতেহা-এ ইয়াজদাহম মাহফিল

| সোমবার , ১৩ নভেম্বর, ২০২৩ at ১০:৩৭ পূর্বাহ্ণ

গাউসুল আজম হযরত আবদুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তাঁর আধ্যাত্মিক সাধনা ও শরিয়ত ত্বরিকতের সমন্বিত প্রয়াসে দ্বীন ইসলামকে পুনর্জীবন দান করেছেন। দ্বীনের পূর্ণতা ও বাতিলের যাবতীয় আগ্রাসন থেকে মুসলিম উম্মাহকে রক্ষায় গাউসিয়া কমিটির প্রত্যেক কর্মীকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। হযরত আবদুল কাদের জিলানী রাহমতুল্লাহি আলাইহির প্রবর্তিত কাদেরিয়া ত্বরিকা। বিশ্বের অধিকাংশ মুসলিম এ ত্বরিকার অনুসারী। এ উপমহাদেশে কাদেরিয়া সিলসিলার প্রচার প্রসারে অন্যান্য শায়খদের পাশাপাশি সিরিকোট দরবারের মাশায়েখগণের ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে।’

গতকাল নগরীর বহদ্দারহাটস্থ একটি কনভেনশন হলে গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আয়োজিত ফাতেহাএ ইয়াজদাহম মাহফিলে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি তছকির আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আবদুল্লাহর সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা কাযী মুহাম্মদ মুঈন উদ্দিন আশরাফী। বিশেষ অতিথি ছিলেন আন্‌জুমান রিসার্স সেন্টারের মহাপরিচালক আল্লামা এম. . মান্নান, গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ, মহাসচিব শাহজাদ ইবনে দিদার, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর আবুল মহসিন মোহাম্মদ ইয়াহিয়া খান, হাফেজ আল্লামা আবদুল আলিম রেজভী, আল্লামা হারুনুর রশিদ চৌধুরী, আল্লামা ইসমাইল নোমানী, আল্লামা আশরাফুজ্জামান আলকাদেরী, আল্লামা বদিউল আলিম রিজভী, আমির আহমদ আনোয়ারী, সৈয়দ মুহাম্মদ নুরুল আমিন, মুফতি আবদুল আজিজ আনোয়ারী, আল্লামা শাহ নুর মোহাম্মদ আলকাদেরী, আনোয়ারুল হক, আবদুল হামিদ, মাহবুবুল হক খান, সৈয়দ মুহাম্মদ হাসান আলআযাহারী, মুহাম্মদ আবদুল মোস্তফা রাহিম আযাহারী, খাইর মোহাম্মদ, মোহাম্মদ হাসান, মোহাম্মদ আবুল বশর, মোহাম্মদ সেকান্দর মিয়া, মুহাম্মদ আইয়ুব দোভাষ, দ্বীন মোহাম্মদ, মোহাম্মদ হাশেম, মাওলানা ইলিয়াস আলকাদেরী, মুহাম্মদ সালামত উল্লাহ, হাবিবুর রহমান সর্দার, মুহাম্মদ ইলিয়াস মুন্সী, মুহাম্মদ মুনির উদ্দিন সোহেল, খন্দকার ইরশাদুল আলম হীরা, মোহাম্মদ মুসলিম উদ্দিন, মুহাম্মদ শাহাবুদ্দিন, লায়ন আবু নাসের রনি, জাহিদ হোসেন, মুহাম্মদ মকবুল আহমেদ খান, শেখ মুহাম্মদ সালাউদ্দিন, মুহাম্মদ ফয়েজুর রহমান, রেজাউল হোসেন জসিম, মোহাম্মদ হামিদ, জোবায়েদ উদ্দিন টুটুল, মোহাম্মদ আনোয়ার হোসেন প্রমুখ। মাহফিলে বক্তারা গাউসে পাকের সৈনিক হিসেবে গাউসিয়া কমিটির প্রত্যেক সদস্যকে আমিত্ব ও অহংকার ত্যাগ করে পীর মুর্শিদের দেওয়া দ্বীনি মাদরাসাসমূহের খেদমত ও দাওয়াতে খায়র বাস্তবায়নে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফিরিঙ্গী বাজার ওয়ার্ডে সরকারের সুবিধা ভোগীদের সাথে মতবিনিময়
পরবর্তী নিবন্ধউত্তরা মোটর্স লিমিটেডের ডিলার কনফারেন্স