গাউসিয়া কমিটি বাংলাদেশ আহ্বায়ক কমিটির প্রথম সভা

| বুধবার , ৩০ অক্টোবর, ২০২৪ at ৮:৫৬ পূর্বাহ্ণ

গাউসিয়া কমিটি বাংলাদেশের নবগঠিত আহবায়ক কমিটির প্রথম সভা গত সোমবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কমিটির আহবায়ক মোহাম্মদ মনজুর আলম মনজু। সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন এস এম গিয়াস উদ্দীন (শাকের), মোহাম্মদ কমর উদ্দীন (সবুর), মোহাম্মদ কামাল উদ্দীন চৌধুরী, দৈনিক আজাদী পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, মাহমুদ নেওয়াজ, মোহাম্মদ হোসেন খোকন, মোহাম্মদ ইলিয়াছ।

উক্ত সভায় গাউসিয়া কমিটির কার্যক্রম পর্যবেক্ষণ, পর্যালোচনা ও ত্বরান্বিত করার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। পরিশেষে সংশ্লিষ্ট সকলের জন্য মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগ্রেপ্তার হেলাল ও ইলিয়াছ রিমান্ডে
পরবর্তী নিবন্ধবর্ণবাদের কারণে ব্যালন ডি’অর পাননি বলে মনে করেন ভিনিসিয়ুস