গাউসিয়া কমিটি ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড শাখার উদ্যোগে সালানা ওরশ মাহফিল সংগঠনের সভাপতি মুহাম্মদ মুসলিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ আবদুল হাফেজের সঞ্চালনায় হাজী আবদুল আলী হাট জামে মসজিদ চত্বরে গত ২২ মে অনুষ্ঠিত হয়। এতে ত্বকরির পেশ করেন হাফেজ ক্বারী মুহাম্মদ আবুল হাসনাত। উপস্থিত ছিলেন সিনিয়র সহ–সভাপতি মুহাম্মদ আকবর মিয়া, সহ–সভাপতি মুহাম্মদ সাজ্জাদ হোসেন, মুহাম্মদ আলী, মনিরুল মিজান মিঠু, সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম হাসিব, মুহাম্মদ ইলিয়াছ সোহেল, মুহাম্মদ জাহিদুল ইসলাম জিকু, মুহাম্মদ নুর হোসেন, মুহাম্মদ শাহজাহান, মুহাম্মদ আবু জহুর সওদাগর, মুহাম্মদ হোসেন, মুহাম্মদ জসিম উদ্দিন, মুহাম্মদ হামিম, মুহাম্মদ ফয়সাল প্রমুখ। মাহফিলে বক্তারা বলেন, সৈয়দ শাহ সিরিকোটি (রা.) চট্টগ্রামে ইসলামের সঠিক রূপরেখা আহলে সুন্নাতের আক্বিদা ও কাদেরিয়া ত্বরিকার প্রচার এবং জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করে ইসলামি শিক্ষা ও সংস্কৃতির বিকাশে বিপ্লব সাধন করেছেন। যা চট্টগ্রাম তথা এদেশের মানুষ আজীবন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। প্রেস বিজ্ঞপ্তি।