কদমমোবারক শাহী জামে মসজিদ প্রাঙ্গণে গাউসিয়া কমিটি জামালখান ওয়ার্ড শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ও গাউসিয়া কমিটি কেন্দ্রীয় পরিষদের সদস্য ওয়াহিদ মালেক।
ইমরান হোসেন জুয়েলের সভাপত্বিতে বিশেষ অতিথি ছিলেন কোতোয়ালী গাউসিয়া কমিটি পশ্চিমের সাবেক সভাপতি মুহাম্মদ সালামত উল্লাহ, হযরত শাহ সুফি আমানত খান (র.) আওলাদেপাক শাহাজাদা সৈয়দ মো. হাবিব উল্লাহ খান মারুফ, কদমমোবারক শাহী জামে মসজিদের ইমাম মাওলা জুবায়ের হোসেন। উপস্থিত ছিলেন ফরিদুল আলম, ওয়ার্ড শাখার সহসভাপতি আবু জাফর চৌধুরী, মোবারক হোসেন, আনিসুল ইসলাম, মো. আলি জিন্নাহ, মো. শরীফ প্রমুখ। প্রধান অতিথি বলেন, মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো, অসহায় মানুষের জন্য কিছু করা এই প্রচেষ্টা নিয়ে গাউসিয়া কমিটি এগিয়ে যাচ্ছে। সেই করোনা মহামারি সময় গাউসিয়া কমিটি যে ভূমিকা পালন করে তা এখনও বিদ্যামান রয়েছে। ইফতার বিতরণ শেষে দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ও গাউসিয়া কমিটি কেন্দ্রীয় পরিষদের সদস্য ওয়াহিদ মালেক দি চিটাগাং হাউজিং সোসাইটির সভাপতি নির্বাচিত হওয়ায় গাউসিয়া কমিটি জামালখান ওয়ার্ডের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।