গাউসিয়া কমিটির যৌথসভা

| বুধবার , ১০ জানুয়ারি, ২০২৪ at ৯:৩৬ পূর্বাহ্ণ

গাউসিয়া কমিটি কেন্দ্রীয় পরিষদের সাথে নবগঠিত উত্তর, দক্ষিণ ও মহানগর জেলা আহবায়ক কমিটির যৌথসভা গতকাল মঙ্গলবার চেয়ারম্যান আলহাজ পেয়ার মুহাম্মদের সভাপতিত্বে নগরীর দিদার মার্কেটস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের মহাসচিব শাহজাদ ইবনে দিদারের সঞ্চালনায় সভায় উপস্থিত নেতৃবৃন্দ চট্টগ্রাম উত্তর,দক্ষিণ ও মহানগর কমিটি গঠন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এর আগে জেলার সকল উপজেলা, পৌরসভা ও মহানগর আওতাধীন থানা শাখার নেতৃবৃন্দের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভা শেষে কেন্দ্রীয় চেয়ারম্যান ও মহাসচিব নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক ও সদস্য সচিবের কাছে উত্তর দক্ষিণ ও মহানগরের বিগত কার্যক্রমের সাংগঠনিক ডকুম্যান্ট হস্তান্তর করেন। সভায় উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি কেন্দ্রীয় পরিষদের সিনিয়র ভাইস চেয়ারম্যান মুহাম্মদ আনোয়ারুল হক, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল হামিদ, যুগ্ম মহাসচিব মুহাম্মদ মাহাবুবুল হক খাঁন, সাংগঠনিক সম্পাদক মাহাবুব এলাহী সিকদার, মুহাম্মদ আব্দুল হাই মাসুম, প্রফেসর জসিম উদ্দিন, অধ্যক্ষ আব্দুর রহিম আনসারী, আশেক রসুল খাঁন বাবু, অধ্যক্ষ আবু তালেব বেলাল, মুহাম্মদ মাহাবুব সাফা, নুরুল ইসলাম ম্যানাজার, আফতাব উদ্দিন চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘চাঁদা দাবির পর’ লবণ মাঠের ৫০০ পলিথিন কেটে দিল দুর্বৃত্ত
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে লোকালয়ে আসা হরিণ উদ্ধার