মাইজভাণ্ডারী ত্বরিকার প্রবর্তক গাউছুল আজম হযরত মওলানা শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ (ক.)-এর ঐতিহাসিক দ্বিশত জন্মবার্ষিকী ও ১২০তম ওরস শরীফ উপলক্ষে মাইজভাণ্ডার দরবার শরীফে অনুষ্ঠিত হয়েছে জাতীয় তাসাউফ গবেষণা কনফারেন্স।
গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)-এর পৃষ্ঠপোষকতায় গতকাল মঙ্গলবার মাইজভাণ্ডার দরবারের দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি) কনফারেন্স হলে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয় । কনফারেন্সের মূল প্রতিপাদ্য ছিল-‘সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর ভাবনায় পূর্ণমানবতা’।
গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের নায়েব সাজ্জাদানশীন ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি)-এর ম্যানেজিং ট্রাস্টি শাহজাদা সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারীর সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ওবায়দুল করিম। সম্মেলনে কী–নোট স্পিকার হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন চবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. এ এস এম বোরহান উদ্দীন। স্বাগত বক্তব্য দেন, সম্মেলনের কনভেনর ও চবি বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শেখ সাদী। ধন্যবাদ জ্ঞাপন করেন সম্মেলনের মেম্বার সেক্রেটারি সহকারী অধ্যাপক কাজী সাইফুল আচফিয়া। উপস্থিত ছিলেন চবি রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন। গবেষণা প্রবন্ধে বক্তারা বলেন, বর্তমান বিশ্বের অসহিষ্ণু ও অস্থির বাস্তবতায় গাউছুল আজম মাইজভাণ্ডারীর পূর্ণমানবতার দর্শন অত্যন্ত প্রাসঙ্গিক। আত্মশুদ্ধির মধ্য দিয়ে সমাজশুদ্ধি এবং ধর্ম–বর্ণ নির্বিশেষে সকল মানুষের মিলনই মাইজভাণ্ডারী দর্শনের মূল শিক্ষা। এই আয়োজনের মাধ্যমে গাউছুল আজম মাইজভাণ্ডারীর চিন্তা ও দর্শন বিশ্বমানবের কল্যাণে আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে । ‘মাইজভাণ্ডারী দর্শন’ বিষয়ক প্রথম একাডেমিক সেশনে সেশন চেয়ার ও মডারেটর ছিলেন চবি আরবী বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ জাফর উল্লাহ। আলোচক ছিলেন, চবি ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. নুরে আলম এবং আইআইইউসির ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোরশেদুল আলম। ‘মাইজভাণ্ডারী গান’ বিষয়ক দ্বিতীয় একাডেমিক সেশনে সেশন চেয়ার ও মডারেটর ছিলেন সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী। আলোচক ছিলেন অধ্যাপক ড. রুবেল সেনগুপ্ত এবং চবি নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. ফারুক হোসেন। ‘মাইজভাণ্ডারী দর্শন’ বিষয়ক তৃতীয় সেশনে চেয়ার ও মডারেটর ছিলেন, চবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোরশেদুল আলম। আলোচনায় অংশ নেন চবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ মো. তৌহিদুল ইসলাম ও আরবী বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ওসমান মেহেদী। ‘সামাজিক সমপ্রীতি’ বিষয়ক চতুর্থ একাডেমিক সেশনে চেয়ার ও মডারেটর ছিলেন চবি বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শেখ সাদী। আলোচক ছিলেন আইআইইউসির ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোরশেদুল আলম ও চবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মুনমুন নেছা চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।












