গাউছুল আজম মাইজভাণ্ডারী হযরত মওলানা শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ’র দ্বিশতজন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ৩য় জাতীয় গাউছুল আজম মাইজভাণ্ডারী হিফজুল কোরআন প্রতিযোগিতার ফটিকছড়ি উপজেলা পর্যায়ের অডিশন গতকাল বুধবার মাইজভাণ্ডার গ্রিন স্কয়ার কমিউনিটি সেন্টারে সম্পন্ন হয়েছে।
আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্ এমদাদীয়া)-ফটিকছড়ি উপজেলা, ফটিকছড়ি থানা ও ভুজপুর থানা কার্যকরী সংসদের উদ্যোগে এ প্রতিযোগিতায় উপজেলার ৩০টি প্রতিষ্ঠানের ১৩২ জন হাফেজে কোরআন অংশগ্রহণ করেন। যাচাই বাছাই প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত অডিশনের জন্য ৫ পারা গ্রুপ থেকে ১২ জন এবং ১০ পারা গ্রুপ থেকে ১২ জন ইয়েস কার্ড প্রাপ্ত হয়। প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে আগামী ১৫ জানুয়ারি মাইজভাণ্ডার শাহী ময়দানে অনুষ্ঠিত হবে।
আওলাদে রাসুল, সাজ্জাদানশীন হযরত মওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারীর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাউছুল আজম মাইজভাণ্ডারী হিফজুল কোরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান, নায়েব সাজ্জাদানশীন সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী। প্রেস বিজ্ঞপ্তি।











